রাজশাহীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীর ভুগরইল এলাকায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। মঙ্গলবার সকালের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি নগরীর শাহ মখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া কোরবান আলীর স্ত্রী।

শাহ মুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সকালে বাড়ির উঠানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে মর্জিনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ওসির ধারণা।

নিহতের প্রতিবেশী মফিজ উদ্দিন বলেন, ‘কোরবান আলী কাঠমিস্ত্রির কাজ করে। কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। তিনি বেশিরভাগ সময় মোল্লাপাড়া গুচ্ছগ্রামে থাকেন। মাঝে মধ্যে তিনি বাড়িতে এসে তার স্ত্রীকে নির্যাতন করতেন। তাদের দুই ছেলে ঢাকায় থাকে। বেশিরভাগ সময় মর্জিনা একাই বাড়িতে থাকতেন।

সোমবার রাতে কোরবান আলী বাড়িতে আসেন। গভীর রাতে তার স্ত্রীকে নির্যাতন করেন।’ তাদের কান্নাকাটি ও চিৎকার শোনা গেছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই