রাজশাহীতে সৌদি দূতাবাসের উদ্যোগে ইমাম-খতিবদের প্রশিক্ষণ

রাজকীয় সৌদি দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাসে অফিসের উদ্যোগে শনিবার রাজশাহীতে বিভাগীয় ইমাম ও খতিব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর সাফওয়াং কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় তিনি আল কোরআনের আলোকে পরিশুদ্ধ সমাজ গঠনে ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বুলবুল বলেন, আজ বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁরা মুসলমানদের বিভিন্ন বিশেষণ দিয়ে অপপ্রচার করছে। এগুলো প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধতার প্রয়োজন। তাই সমাজের বাস্তবতার আলোকে আল কোরআনের বিশ্লেষণ করে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। মসজিদের ইমামতির পাশাপাশি সামাজিককাজেও অংশ গ্রহণ করতে হবে।

মেয়র বলেন, আজ আমাদের দেশে রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই আদর্শের বিচ্যুতি ঘটছে। এ অবস্থা পরিবর্তনে আপনারাই ভূমিকা রাখবেন এটাই জনগণের প্রত্যাশা।

সৌদি মুবাল্লিগ শাইখ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সৌদি মুবাল্লিগ শাইখ আব্দুস সালাফী ও রাবির আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন।



মন্তব্য চালু নেই