রাজশাহীতে যুব লীগ নেতা গুলিবিদ্ধ

রাজশাহীর বাঘায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগের নেতা শহীদ (২৬) গুরুতর আহত হয়েছেন। আহত যুবলীগ নেতা শহীদ নারায়নপুর এলাকার মক্কেল আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, শহীদ মোটরসাইকেল নিয়ে মনিগ্রামে যাচ্ছিলেন। পথে কে বা কারা পেছন থেকে তাকে গুলি করে। ওই সময় শহীদ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গুলিটি তার পিঠে লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়।

এদিকে, শহীদের পরিবার থেকে দাবি করা হয়েছে যে, বিএনপি-জামায়াতের লোকজনই তাকে গুলি করেছে। মনিগ্রামে একটি আম বাগানকে কেন্দ্র করে স্থানীয় খালেক, জামাত, পচাসহ কয়েক জনের সঙ্গে তার কোন্দল ছিল।

এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে ওসি আমিনুর রহমান জানান। এ বিষয়ে আহত যুবলীগ নেতা শহীদের পিতা মক্কেল আলী বাঘা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।



মন্তব্য চালু নেই