রাজশাহীতে ভারতীয় যুবক আটক

রাজশাহীর পবায় ওবাইদুল শেখ (১৮) নামের এক ভারতীয় যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত ওবাইদুল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার চর গোপালপুর গ্রামের মৃত জাকির শেখের ছেলে।

বুধবার বিকেলে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম গহমাবোনা থেকে তাকে আটক করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গহমাবোনা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান পরিচালনা করার সময় আটককৃত ওবায়দুল সন্দেহজনকভাবে ঘোরাফেরার একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দেন। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করলে তাকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। পুলিশের ধারণা, আটককৃত ওবাইদুল মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এ ব্যাপারে পবা থানায় একটি মামলা দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই