রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাগমারায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদুল ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শহীদুল ইসলাম উপজেলার ঝিকরা ইউনিয়নের তেগাছী সেনোপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে। তিনি টিভি ক্যাবল অপারেটর। আনোয়ার হোসেন বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রামের শফির উদ্দীনের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার বামনকয়া ও দেওলা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, শহীদুল পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ক্যাবল টিভির লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, আনোয়ার দেউলা বাসস্ট্যান্ডের কাছে একটি তিনতলা বাড়ির ছাদে পানির ট্যাংক পরিস্কারের কাজ করে বের হচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের দ্বিতীয় তলার ছাদে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান ওসি।



মন্তব্য চালু নেই