রাজশাহীতে তিন শিবির ক্যাডার গ্রেপ্তার

রাজশাহী : রাজশাহীর বালিয়াপুকুর এলাকা থেকে তিন শিবির ক্যাডারকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুর এক সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশ এ তথ্য নিশ্চত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শেখ কবির হোসেন (২৪), আবদুল্লাহ আল মামুন (২৬) ও আবু সুফিয়ান (২৫)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, সকালে নগরীর বালিয়াপুকুরের একটি ছাত্রাবাস থেকে তিন শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মওলানা মওদুদী এবং গোলাম আযমের লিখিত বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত তিনজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং নগরীতে নাশকতামূলক কর্মকা-ে অংশ নেওয়ার অভিযোগে মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই