রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ১
রাজশাহী মহানগরীতে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। শনিবার দুপুরে নগরীর রেশম কারখানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপরে পড়ে যান। পরে ট্রাকের পেছনের চাকা লোকটির মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মন্তব্য চালু নেই