রাজশাহীতে চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ

রাজশাহী মহনগরীর মোল্লাপাড়া বাঁশের আড্ডা এলাকায় চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে নগরীর মোল্লাপাড়া বাঁশের আড্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে মাইক্রোবাসটিতে চালক ছাড়া কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরণের পরপরই মাইক্রোবাস থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন চালক রুবেল হোসেন।

চালক রুবেল হোসেন জানান, গ্যাস চালিত মাইক্রোবাসটি (চট্টগ্রাম মেট্টো-ট-১১-১১৩০) চালিয়ে বেলা সাড়ে ৩টার দিকে মোল্লাপাড়া স্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর মোডে আসছিলেন তিনি। বাঁশের আড্ডা নামক স্থানে আসলে হঠাৎ বিকট শব্দ এবং সঙ্গে সঙ্গে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত মাইক্রোবাস থেকে লাফিয়ে নিজেকে রক্ষা করেন। তবে রক্ষা করা যায়নি মাইক্রোবাসটি। মুহূর্তের মধ্যে সেটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর সদস্যরাও আসলেও তার আগেই পুড়ে শেষ হয় মাইক্রোবাসটি।

তিনি আরো জানান, অনেক কষ্ট করে ছয় মাস আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি মাইক্রোবাসটি কিনে নিজেই চালাতেন।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আখতার হামিদ জানান, মাইক্রোবাসের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত অথবা তেলের লাইনে ক্রুটি থাকায় অগ্নিকা- ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই