রাজশাহীতে আগুনে পুড়লো সাড়ে ৩ হাজার মুরগি
রাজশাহী: রাজশাহীর পবার হরিপুর এলাকার একটি মুরগির খামারে অগ্নিকা-ে সাড়ে ৩ হাজার মুরগি মারা গেছে। শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের কসবায় মিনহাজ্ব পোল্ট্রি নামে একটি খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে যে কেউ এ আগুন দিয়েছে বলে খামারের মালিক অভিযোগ করেছেন। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।
কসবার মিনহাজ্ব পোল্ট্রি ফার্মের মালিক ছানাউল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যার পরে পূর্ব শত্রুতার জের ধরে মুরগির ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে বাজারজাতকরণ প্রায় সাড়ে তিন হাজার মুরগি মারা যায়। এ ছাড়াও মুরগি পালনের আসবাবপত্রসহ খাদ্য পুড়ে যায়। সবমিলিয়ে ৮ লাখের ওপরে ক্ষতি হয়েছে।
মন্তব্য চালু নেই