মোহনপুরের আ’লীগের দুগ্রুপের সংঘের্ষ আহত ২

মোহনপুরের ধুরোইলে ইফতারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ধুরোইল বালিকা দাখিল মাদ্ররাসায় ইফতারের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, ধুরোইল এলাকার আবদুস সালামের ছেলে ধুরোইল ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন (৩২) ও তার ছোট ভাই জসিম উদ্দিন (২৮)। পরে তারা দুজনি প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

জানা গেছে, ধুরোইল বালিকা দাখিল মাদ্ররাসার বর্তমান সভাপতি কফিল উদ্দিন ইফতারের আয়োজন করলে একই প্রতিষ্ঠানে সাবেক সভাপতি আলাউদ্দিনের লোকজন এতে বাধা দেই। এর এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুইজন আহত হন। আহত দুজন তারা কোন গ্রুপের জানা যায় নি।

মহনপুর থানা অফিসার ইনচার্জ আবদুল হামিদ বলেন, এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন এলাকার অবস্থা ভালো আছে। এ বিষয়ে কোন পক্ষ থানায় এসে অভিযোগ করে নি।



মন্তব্য চালু নেই