মাদকাসক্তের ছুরিকাঘাতে পুলিশসহ আহত ২ আটক ১

রাজশাহী : রাজশাহীতে মাদকাসক্তের ছুরিকাঘাতে রাজশাহীর পুঠিয়া থানার এক কনস্টেবলসহ দুইজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহত কনস্টেবল আহসান আলীকে রাজশাহী মেডিকল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করেছে।

জানা গেছে, সন্ধ্যায় পুঠিয়া রাজবাড়ী মাঠে পুলিশ কনস্টেবল আহসান আলী মাদকাসক্ত নজরুলসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথা কাটাকাটি একপর্যায়ে আহসান আলীকে ছুরিকাঘাত করেন নজরুল ইসলাম। তাকে উদ্ধারের জন্য লালন নামের স্থানীয় এক রাজমিস্ত্রি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় নজরুল।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেন। এদের মধ্যে কনস্টেবল আহসান আলীর অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, আহত ওই পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই