ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সোয়া ২ লাখ টাকা ছিনতাই
রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নে পোশাক ইনপোট ইসমাইল হোসেন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত ইসমাইল জানান, তিনি পোশাক ইনপোর্ট ব্যবসা করেন। সন্ধ্যায় নিউমার্কেট থেকে কালেকশন করে বাড়ি ফিরছিলাম। এ সময় এ এলাকার সোহেল, জুয়েল, রাজু ও বুলবুল তার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ইসমাইলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে। এ ব্যাপারে পবা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই