বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আটক ১
রাজশাহী : রাজশাহীর তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আনারুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাধাইড় ইউনিয়নের একান্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান হেনা জানান, আনারুল ইসলাম (৪০) তানোরে তাদের পারিবারিক জমি দেখাশোনা করতেন। তিনি বাথান বাড়িতে থাকতেন।
একান্নপুর গ্রামের দিলীপ নামের এক ব্যক্তিপল্লী বিদ্যুতের গভীর নলকূপের লাইন থেকে চোরাই লাইন ব্যবহার করতেন।
চোরাই লাইনের তার আনারুলের বাথান বাড়ির ওপর দিয়ে টানা ছিল। মঙ্গলবার বিকেলে চোরাই লাইনের বাঁশের খুটি ভেঙে বাথান বাড়ির ওপর পড়ে বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা আনারুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে কয়লা হয়ে যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকোল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত দিলীপকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
মন্তব্য চালু নেই