বাঘায় সড়ক দুর্ঘটনায় অফিস সহকারী নিহত
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী মিল্টন হোসেন (৩৫) নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বান্দা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। মিল্টন হোসেন উপজেলার মীরগঞ্জ গ্রামের আমান উল্লাহর ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ধীরেন্দ্রনাথ প্রামানিক জানান, সকালে মিল্টন হোসেন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন। পথে বান্দা বটতলা এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই