ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী : রাজশাহী নগরীতে ৪১৫ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
রোববার বেলা ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।
আটককৃতরা হলেন, গোদাগাড়ী থানার সুলতানগঞ্জের শফিকুল (১৯) ও আলমগীর হোসেন (২২), বহরমপুরের জনি মিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শিহালী কলোনী গ্রামের আবদুলাহ (১৯) নরেন্দ্রপুর গ্রামের হুমায়ুন (৪২)। এসময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ১টি ট্রাক, ১৫ হাজার কেজি চাউল, মোবাইল সেট ৫টি ও ১ হাজার ৮০০ টাকা আটক করা হয়।
র্যাব সংবাদ বিজ্ঞাপ্ততে জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি রেলওয়ে কলোনী ক্যাম্পের সাদা পোশাকের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ওই এলাকায় গিয়ে চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী একটি চাউল বোঝাই ট্রাক আটক করে তল্লাশী চালায়। এ সময় পাঁচ মাদক ব্যবসায়ীসহ ফেনসিডিল আটক করা হয়।
মন্তব্য চালু নেই