পিন্টুর ময়নাতদন্তের আলামত পরীক্ষা নিরীক্ষা শুরু

রাজশাহী : বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ময়নাতদন্তের আলামত সংগ্রহ করে সংরক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান জুবাইদুর রহমান।

এ ছাড়াও পিন্টুর ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার মহাখালী পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পিন্টুর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি জানান, তদন্ত প্রতিবেদন এবং ভিসেরা পরীক্ষা না করে কিছুই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই