পাচারকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান

‘বৃহত্তর কক্সবাজার অঞ্চলের মানব পাচারকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা বেশকিছু জায়গায় অপরাধীদের ধরতে ও শনাক্ত করতে সফলও হয়েছি। সামনের দিনে আমরা থাইল্যান্ড সরকারের সঙ্গে যৌথভাবে মানবপাচার প্রতিরোধে কাজ করার প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছি।’

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগে রাজশাহী বিভাগীয় পর্যায়ের তৃতীয় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মানবপাচারের বিষয়টি জানার পর বাংলাদেশের রাষ্ট্রদূত থাইল্যান্ডের পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে খুব শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসব।’ ‘পাচারকারীদের শনাক্ত করার প্রক্রিয়াটি চলমান। এটিকে আরও বেগবান করা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই পাচারকারী চক্রটিকে নির্মূল করা সম্ভব হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুহৃদ সমাবেশ রাজশাহীর সদস্য সচিব কামারুল্লাহ সরকার।



মন্তব্য চালু নেই