পদ্মার পাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পদ্মা নদীর পাড় ধসে দুই শ্রমিক সিরাজুল ইসলাম (৩৮) ও খুদু আলী (৩০) নামে ২ জনের মৃত্যু হয়েছে।

মৃত সিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবুপুর বাইড়া পাড়ার মৃত নুরশেদ আলীর ছেলে ও খুদু একই গ্রামের তপু উদ্দিনের ছেলে।

রোববার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে উজিরপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম জানান, সিরাজুল ও খুদু নামে দুই শ্রমিক উজিরপুর এলাকার পদ্মা নদীর ৩নং বাঁধের ভাঙনরোধে ফেলা জিও ব্যাগ সংগ্রহ করতে নদীতে নামে। কিন্তু হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ধসে তাদের ওপর পড়ে। এতে তারা দু’জনই পানির নীচে তলিয়ে যায়।

দীর্ঘসময় পার হলেও তারা ফিরে না আসায় সেখানে শুধু কোদাল দেখতে পায় স্থানীয়রা। সকাল ৯টার দিকে নদীর মধ্য থেকে মাটি সরিয়ে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।



মন্তব্য চালু নেই