ট্রেন থেকে পিস্তল ও গুলিসহ নারী আটক
রাজশাহী: রাজশাহী-ঢাকা আন্ত:নগর ট্রেন ধুমকেতু থেকে পিস্তুল ও গুলিসহ এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
আটককৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদরের মৃত আখতার আলীর মেয়ে আকতারা বেগম জান্নাত (৩৫)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ রাজশাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ধুমকেতু আন্ত:নগর ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় লাফ দিয়ে টেনে ওঠেন জান্নাত। বিষয়টি দেখে রেলওয়ে পুলিশের সন্দেহ হয়।
এরপর জান্নাতকে তল্লাশি করে দুটি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জান্নাতকে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তাকে আবার ফেরত আনা হচ্ছে। প্রাথমিক জিঙ্গাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জান্নাত।
মন্তব্য চালু নেই