ট্রাক্টর চাপায় শ্রমিক নিহত
রাজাশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাই-রাজশাহী মহাসড়কে ট্রাক্টরের চাপায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাই-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
ওসি জানান, শফিকুল ইসলাম বিকেলে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হন। পরে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় লাশটি হস্তান্তর করা হবে।
তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান ওসি।
মন্তব্য চালু নেই