জাপানি নাগরিক হত্যায় দুই ব্যাংক কর্মকর্তা আটক
জাপানি নাগরিক হোসি কুনিও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রাজশাহী থেকে দুই ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক দুইজন হলেন রাজশাহী ব্র্যাক ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ার।
গতকাল বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হলেও গোয়েন্দা সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে শুক্রবার দুপুরে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, জাপানি নাগরিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার চারজন কর্মকর্তাকে ডেকে আনা হয়। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়। আর নাহিদ ও শাহরিয়ার নামে দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার মাহিগঞ্জ আলুটারীতে প্রকাশ্যে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় তিন যুবক খুব কাছ থেকে গুলি করে হোসি কুনিওকে হত্যা করে। হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে হাতের রগ কাটার পর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
মন্তব্য চালু নেই