জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৬

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আরশেদ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। আহতরা হলেন, বারীনগর এলাকার আবদুল মোমিন (৩৫), মিঠুন (২৫), মাইনুল ইসলাম (৩৫), নুরুল আমিন (৩০), আরিফুল ইসলাম (২২) ও লিটন (৩০)।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, জাহের আলী, হাবিবুর রহমান, তৈইবুর রহমান, রুহুল আমীন, আবদুর সামাদ, আলামিন, সামেরা বেগম।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরো বলেন, নিহত কৃষক আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম এ ঘটনায় ১০ জনের নামে মামলা মামলা করে। আমরা অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হত্যাকা-ের বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই