চারঘাটে ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা : আহত সাত

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : রাজশাহীর চারঘাটে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা লেগে অন্তত সাতজন আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজনকে চারঘাট থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আওয়ার নিউজকে জানায়, উত্তরা একপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে রাজশাহীতে আসছিল। একটি সিএনজিচালিত অটোরিকশা চারঘাট থেকে বানেশ্বরের দিকে আসছিল।

অটোরিকশাটি হলিদাগাছিতে আসার পরে ট্রেন আসতে দেখে রেল ক্রসিংয়ের গেইটম্যান রেলক্রসিংয়ের বার নামিয়ে দেন। এসময় অটোরিকশাটি দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটির পেছনে সজরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি রেলক্রসিং পার হয়ে গিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ফলে ওই অটোরিকশায় থাকা অন্তত সাত যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এদের তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, চারঘাটের রাজিব (৩৫) ও প্রশান্ত (৪৫), রতন (২০)। অপরজনের নাম জানা যায়নি।

পুঠিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মাহাবুবুল আলম জানান, ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কার খবরে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।



মন্তব্য চালু নেই