চারঘাটে ট্রাক চাপায় শিশুর মৃত্যু, আহত ২

রাজশাহী: রাজশাহীর চারঘাট মুক্তারপুরের বালুরঘাট এলাকায় বালুবাহী ট্রাক চাপায় মৃদুল হোসেন (৮) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মৃদুল চারঘাটের সরদহ পাইলট উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা শহীদুল ইসলাম এবং মা রিনা বেগম।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চারঘাট উপজেলার মুক্তারপুরের বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কোচিং সেন্টার থেকে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-০৮৭৭) চাপা দেয় তাদের। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মৃদুল।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত মৃদুলের বাবা ও মা রামেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকটির চালক পালিয়ে গেছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।



মন্তব্য চালু নেই