চাঁপাইয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
চাপাইনব্বগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে হলদার উদ্দিন (৪০) এবং একই গ্রামের আলাউদ্দিনের ছেলে কেতাব উদ্দিন (৩০)।
সোমবার ভোররাত ৪টার দিকে মাসুদপুর সীমান্তের মেইন পিলার ৪/১ ও ৪/৪-এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৪টার দিকে মাসুদপুর সীমান্তের মেইন পিলার ৪/১ ও ৪/৪ এর মধ্যবর্তী স্থান দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে গরু আনছিল। এ সময় ভারতের পাশ্চিম বাংলার মালদহ জেলার শোভাপুর বিওপির বিএসএফ সদস্যরা গরু চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে হলদার উদ্দিন ও কেতাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে।
বিজিবি ৯-এর অতিরিক্ত পরিচালক মেজর নাজমুল আলম জানান, মাসুদপুর সীমান্তে দুজন আহত হবার বিষয়টি তিনি শুনেছেন। তবে গুলিতে নয়, ককটেলের আঘাতে তারা আহত হয়েছেন বলে বিজিবি জানতে পেরেছে। আর কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয় নি।
মন্তব্য চালু নেই