গাড়িতে আগুন দেয়ার সময় শিবিরকর্মীকে গণধোলাই

রাজশাহী : রাজশাহীর মহানগরীর কাপাসিয়া এলাকায় গাড়িতে আগুন দেওয়ার সময় শিবিরকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। তিনি মতিহার থানার ইমাদপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে আল আমিন (২৫)।

আলামিনকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ জানান, আল আমিন শিবিরের ক্যাডার। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে নগরীতে নাশকতা সংগঠিত করছিল। রোববার রাত গভীর রাতে মতিহার থানার কাপাসিয়া এলাকায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে আল আমিন।

এ সময় স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দেয়। এ সময় কাটাখালী পুলিশ ফাঁড়িতে দিয়ে দেয়। পরে পুলিশ তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।



মন্তব্য চালু নেই