গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নগরীর ডাশমাড়ী খোজাপুর এলাকায় রফিকুল ইসলাম সুমন (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার গভীর রাতে নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত সুমন খোজাপুর এলাকার আবদুল মান্নানের ছেলে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানায়, রাতের কোন এক সময় সুমন নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে ওসি জানান।
মন্তব্য চালু নেই