চিরকুটে লেখা খোকন+সাইদুর

গলায় তার পেঁচিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

রাজশাহী : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় দোকানের ভিতর গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মোশাররফ হোসেন কালু (৫৫)। তিনি নগরীর হেতেম খাঁ সংলগ্ন লিচুবাগান এলাকার বাসীন্দা এবং তিনি মীম স্টীল ফার্নিচার এর মালিক।

আজ মঙ্গলবার দুপুর একটার দিকে নিজ দোকানে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার পরপরই নগরীর কাদিরগঞ্জ এলাকার মীম স্টীল ফার্নিচারের মালিক কালু তার নিজ দোকানের সার্টার ভেতর থেকে বন্ধ করে দেন। দুপুর একটার দিকে একজন শিশু দোকানের সার্টার খুলে দোকানের ভিতর কালুকে ঝুলতে দেখে অজ্ঞান হয়ে পড়ে। এর পর স্থানীয়রা এসে দেখেন কালু দোকানের ভিতর লোহার রডের সঙ্গে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে ঝুলে আছেন।

এর পর স্থানীয়রা দ্রুত কালুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরী বিভাগের চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কালু আত্মহত্যার আগে তার ব্যবহৃত একটি ছোট নোট প্যাডে একটি চিরকুট লেখে যান, তাতে শুধু লেখা ছিল খোকন+সাইদুর। এবিষয়ে তেমন কোন তথ্য জানা যায়নি। এদিকে কালুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার এএসআই খবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সবাগারে নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই