খাল ছেড়ে এখন পুকুর পাড়ে পাগলবেশের সেই ব্যক্তিটি
রাজশাহী: স্থান পরিবর্তন করেছেন পাগলবেশের সেই ব্যক্তিটি। বর্তমানে তিনি অবস্থান করছেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাতারি এলাকার জুগল বাবুর পুকুর পাড়ে। গত দুই দিন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
এর আগে, ৬ এপ্রিল থেকে ওই ব্যক্তি অবস্থান নিয়েছিলেন একই উপজেলার বানিয়া পাড়া বড় মসজিদ সংলগ্ন রাস্তার পাশের একটি খালে। সেখানে টানা ২৩ দিন ধরে অবস্থান করছিলেন তিনি।
এলাকাবাসী জানান, তিনি কোনো কথা বলেন না। জুগল বাবুর পুকুর পাড়ে যেখানে তিনি আছেন দিন-রাত সেখানেই অবস্থান করছেন। আগের মতো সেখানেই চলছে তার খাওয়া থেকে শুরু করে সবকিছু। মাঝে মধ্যে নিজের অজ্ঞাত ভাষায় কথা বলছেন তিনি। পাগলবেশের ওই ব্যক্তিকে ঘিরে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। লোকটি কে? কোথা থেকে এসেছেন? কেনই বা এসেছেন?-এসব প্রশ্নের কোনো উত্তর মিলছে না।আসলেই লোকটি ভারসাম্যহীন? নাকি কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে পাগল সেজেছে? এসব প্রশ্ন নিয়ে জনমনে কৌতুহলের কোনো শেষ নেই।
প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন লোকটি হিন্দিতে কথা বলছেন। আবার কেউ বলছেন, লোকটি ফার্সি ভাষায় কথা বলছেন। তবে যেভাষাতেই কথা বলুক না কেন কারো কাছেই তা বোধগম্য নয়।
মন্তব্য চালু নেই