কোটালীপাড়ায় বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবসী। শনিবার সকাল ৭ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই সড়ক দিয়ে যাতায়াতকৃত গণপরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে সকাল সাড়ে ১০ টার সময় অবরোধ তুলে নেওয়া হলেও লোকালবাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা জানান, উপজেলার তারাশি বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বাস-নসিমনের মুখোমুখি সংঘষে একই গ্রামের তিনজন নিহত হওয়ার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী একটি নসিমনের সাথে বিপরীত দিক থেকে আসা মুন পরিবহন-৪ একটি লোকালবাসের সাথে উপজেলার তারাশি বাসস্ট্যান্ডের কাছে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলাল হাওলাদার (৪৫), মোঃ ইমরান হোসেন (২০) ও নজির গাজী (৩৫) নিহত হন। এঘটনায় আহত হন আরো অন্তত চারজন। নিহত ও আহতদের সকলের বাড়ী উপজেলার কয়খা গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে মিমাংসার চেস্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও বাস-মালিক সমিতি।
মন্তব্য চালু নেই