‘শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ’

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ জাতীয় ফুল শাপলা শুধু সৌন্দয্যের প্রতীকই নয়, সবজি হিসেবেও বেশ জনপ্রিয়। এই সময়ে গোপালগঞ্জের বিভিন্ন জলাশয়ে যেন শাপলার মেলা বসেছে, তেমনই শহরসহ জেলার প্রত্যন্ত অঞ্চলেও বিক্রি হচ্ছে শাপলা। আর শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কোটালীপাড়া উপজেলাসহ জেলার শতাধিক পরিবার।

কয়েকজন শাপলা বিক্রেতা জানান, ৮০-৯০ মোটা শাপলা বিক্রি করে দৈনিক ৪/৫ শ’টাকা আয় করা জায়। এতে তাদের সংসার ভালই চলছে।



মন্তব্য চালু নেই