সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা!

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হল রুমে ‘নির্মল সেন স্মৃতি সংসদ’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গৌরঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গোপাগলঞ্জ জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ফারুক, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, আদের আলী মিয়া, উপজেলা কৃষি অফিসার রথিন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান মুন, সহ-সভাপতি স্বপন তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পরলোকগমন করেন। তিনি ১৯৩০ সালের ৩ আগষ্ট উপজেলার দিঘীর পাড় গ্রামে এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ গুপ্ত ও মাতার নাম লাবন্য প্রভা সেন গুপ্ত। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন।

তারপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, মানুষ সমাজ রাষ্ট্র, বার্লিন থেকে মষ্কো, মা জন্মভ’মি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমার জীবনে ৭১’র যুদ্ধা, আমার জবানবন্দি।



মন্তব্য চালু নেই