‘এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই’

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র দাম বলেছে, সাম্প্রদায়িক সম্প্রতির দেশ বাংলাদেশ। এদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। সরকার অতি স্বল্প সময়ের মধ্যে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে।

রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশী মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন ও খামারিদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) হল রুমে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ ইনষ্টিটিউটের মহাপরিচালক ডা. তালুকদার নুরুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমাউন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ রানী সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম বক্তব্য রাখেন।

দেশী মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক শাকিলা ফারুক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আজহারুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে উপজেলার ৫০ জন খামারির মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি মুরগি বিতরণ করেন।



মন্তব্য চালু নেই