টানা চারদিন ধরে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকেঃ গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে টানা চারদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে। উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পশ্চিমপাড় নামক স্থানে বাসচাপায় কমলকুঁড়ি বিদ্যানিকেতন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সিয়াম সরদার নিহত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই স্কুলের শিক্ষার্থী ও উত্তেজীত জনতা সড়ক অবরোধ ও ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে অবরোধ তুলে নেওয়া হলেও বাস চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, বাসে আগুন দেওয়ার প্রতিবাদে জেলা বাস-মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি অতিদ্রুত মিমাংসার জন্য প্রশাসন, কোটালীপাড়ার নেতৃবৃন্দ ও বাস-মালিক সমিতি চেস্টা চালিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই