“লাল সবুজের পতাকাতেই সংসার চলে আয়নালের”

জাকারিয়া শেখ, কোটালীপাড়া গোপালগঞ্জ) থেকেঃ বিজয়ের মাস ডিসেম্বর। আর এ মাস এলেই পথে পথে চোখ পড়ে অনেক পতাকা বিক্রেতাদের এমনই একজন পতাকা বিক্রেতা আয়নাল খাঁ। মাদারীপুরের শিবচর উপজেলার নিলুখী গ্রাম থেকে এসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রিকরছেন জাতীয় পতাকা, দেশের পতাকাসমৃদ্ধ মাথার হাতের ব্যান্ড । কোটালীপাড়ার পরিচিত জায়গা উপজেলা পরিষদের সামনে দেখা হয় আয়নাল খাঁর সঙ্গে। চলতি পথে তিনি জানান, দশ বছর ধরে বিক্রিকরছেন জাতীয় পতাকা। বছরের বারো মাসই পতাকা বিক্রিকরেন তিনি, আর এ পতাকা বিক্রিকরেই বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখী পড়িবারের খরচ জোগান । তার দুই সন্তানের মধ্যে মেয়ে আন্না আক্তার চতুর্থ শ্রেণীতে ও ছেলে পারভেজ দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আয়নাল জানান, সাইজ অনুসারে পতাকার দাম ১০ টাকা থেকে শুরুকরে ৩০০ টাকা পর্যন্ত। আর ব্যান্ডের দাম ১০ টাকা এবং ছোট পতাকাও ১০ টাকা।



মন্তব্য চালু নেই