কোটালীপাড়ায় দু’দিনে অর্ধশতাধিক বিয়ে!

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঈদ-উল আযহার পর কন্যা-বরের বিয়ের ধুম পড়েছে। গত (শুক্র ও শনিবার) দু’দিনে অর্ধশতাধিক বিয়ের খবর পাওয়া গেছে। তবে গত শুক্রবার অন্তত ৩০ টি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, উপজেলার চিতশী গ্রামে ৮ টি, বর্ষাপাড়া ৭ টি, গোপালপুর ও কান্দি গ্রামে ৪ টি করে, পবনারপাড় , মাঝবাড়ি , বিরামেরকান্দি , মান্দ্রা , টিহাটী , কুমারকান্দি , কাঠিগা গ্রামে ২টি করে, ধৌড়াল, তারাশী, আশুতিয়া, রাধাগঞ্জ, টুটাপাড়া গ্রামে ১ টি করে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগই বাল্য বিবাহ অনুষ্ঠিত হয়েছে। এব্যাপারে উপজেলা প্রশাসন ছিল নিশ্চুপ। স্থানীয়রা জানান, ঈদ-কোরবানি এলে বিয়ের উৎসবের ধুম পড়ে যায়।



মন্তব্য চালু নেই