এনা গ্রুপ রাজশাহী মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট দৈনিক উত্তরা প্রতিদিন চ্যাম্পিয়ন
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এনা গ্রুপ রাজশাহী মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দৈনিক উত্তরা প্রতিদিন ৮ রানে রেডিও পদ্মাাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে জিতে দৈনিক উত্তরা প্রতিদিন ১০ ওভারে ৮ উইকেটে ৮৩ রান করে। জবাবে রেডিও পদ্মা ১০ ওভারে ৮ উইকেটে ৭৫ রান করে।
এ সময় আয়োজক কমিটির উপদেষ্টা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি প্রদান করেন এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী ৪-আসনের সংসদ সদস্য ইনঞ্জিনিয়ার মো. এনামুল হক। এর আগে তিনি বলেন, আগামী ৫ বছর রাজশাহী মিডিয়া কাপের জন্য স্পন্সার করা হবে। পাশাপাশি সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, রাজশাহী মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য দেন, আয়োজক কমিটির আহ্বায়ক ও দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো মো. রফিকুল ইসলাম।
এর আগে সকালে, ফটো সাংবাদিক একাদশ ৯ উইকেটে দৈনিক নতুন প্রভাতকে হারায়। টসে জিতে নতুন প্রভাত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। ফটো সাংবাদিক ৬ ওভারে ১ উইকেটে ৫৭ রান করে। প্রথমে টসে জিতে রিপোর্টাস একাদশ ১০ ওভারে ৫৫ রান করে। জবাবে দৈনিক রাজশাহী দুই উইকেট হারিয়ে, ৮ উইকেটে রিপোটার্স একাদশকে হারায়।
মন্তব্য চালু নেই