ঈদকে সামনে রেখে সক্রীয় অজ্ঞান পার্টি

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : ঈদকে সামনে রেখে আবারো সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি চক্র। ঢাকা থেকে নাটোর আসার পথে ওই চক্রে পড়ে সর্বস্ব খুয়িয়েছেন ৬ শ্রমিক।

তাদের বাড়ি নাটোর জেলার হরিশপুর এলাকায়। তাদের সবাইকে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন, ফজর উদ্দিনের ছেলে শফিবুল (৩০), মনজুর ছেলে তয়েজ উদ্দিন(২৮), সুলতানের ছেলে আব্দুল কুদ্দুস(২৫), রুস্তমের ছেলে নুরুল(২৮), মকবুলের ছেলে মমিন(২৪) ও সাইদুল(২২) ।

তাদের মধ্যে কয়েকজন জানান, শুক্রবার রাতে তারা সবাই কাজ সেরে ঢাকার উত্তরা থেকে নিজ বাসার পথে ফিরছিলেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর কোর্ট বহরমপুর এলাকায় একটি ট্রাক তাদের ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা খবর দিলে শনিবার সকাল সাড়ে ১০টায় তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



মন্তব্য চালু নেই