সাবেক ফুটবলার তানভীরের অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় প্রেরণ

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে আহত জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরী’র অবস্থা আশঙ্কাজনক। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি থাকা ফুটবলার তানভীর চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তার ঘাড়ে ও বুকে বড় ধরনের আঘাত আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তানভীরের বড় ভাই রিজভী জানান, দুর্ঘটনার পর দ্রুত তানভীরকে রামেক হাপসাতালে নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে তানভীরকে নিয়ে একটি হেলিকপ্টার ঢাকায় রওনা দিয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে রিজভী আরো জানান, তানভীরে ঘাড় ও বুকে গুরুতর আঘাত আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সকালে নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরীসহ আহত হয়েছেন আরো ১১ বাসযাত্রী। এ দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৪৮) নামে এক নওমুসলিম নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ফুটবলার তানভীর চৌধুরী ২০০৩ সালে জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। এরপরে তিনি ২০০৫ সালে শেখ রাসেলের ও ২০০৬-০৭ মৌসুমে মুক্তিযুদ্ধ সংসদের হয়ে ফুটবল খেলেছেন। এর আগে অনুর্ধ্ব ১৬ হয়ে ১৯৯৭ সালে ও অনুর্ধ্ব ১৯ দলের হয়ে ২০০০ সালে ফুটবল খেলেছেন।

নিটল-টাটা আয়োজিত ফুটবল লীগের প্রথমবার তিনি ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন।



মন্তব্য চালু নেই