সাতক্ষীরায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে আলমগীর গাজী নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সীমান্তের কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কুশখালী গ্রামের ময়না গাজীর ছেলে।

কুশখালী ইউপি চেয়ারম্যান আবু রায়হান জানান , আলমগীর গাজী শনিবার সন্ধ্যায় তারাবি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খোজ পাওয়া যায়নি । আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় লোকজন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাট ক্ষেতে আলমগীরের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি ।

স্থানীয়রা জানান, নিহত আলমগীর একজন গরু ব্যবসায়ী। রাতে দূর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই