কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্র্ষবরণ

কামরুল হাসান ॥ সাতক্ষীরার কলারোয়ায় জঙ্গিবাদ নির্মূল ও সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃৃপ্ত উচ্চারণ নিয়ে প্রভাতী সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভোজন, বৈশাখী মেলাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪২৪ বাংলা নববর্র্ষ উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল ৮টায় মঙ্গল প্রদীপ, প্রভাতী সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে বাংলা বর্ষবরণ উদযাপন শুরু হয়।

কলারোয়া উপজেলা প্রশাসন ও পাবলিক ইনস্টিটিউট এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। উৎসবে মাতোয়ারা হাজারও মানুষের দীর্ঘ এ শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফুটবল ময়দানে বৈশাখী মঞ্চের সামনে গিয়ে মিশে যায়। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী অফিসার উত্তম কুমার রায়, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা আ.লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, ওসি (তদন্ত) আখাতারুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার গোলাম মোস্তফা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি বীর মুক্তিযোদ্ধ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার নৃপেন্দ্রনাথ বিশ্বাস, কৃষি অফিসার মহাসিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সমবায় অফিসার নওশের আলী, একটি বাড়ী একটি খামারের সমন্বয়ক আনারুল ইসলাম, শিক্ষা অফিসার আকবর হোসেন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিশু ল্যাব. হাইস্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক ও সহকারী প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক মুজিবর রহমান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারিক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, মনোরঞ্জন সাহা, সন্তোষ পালসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্র্থী,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। তাকে সহযোগিতা করেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন। উল্লেখ্য, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকাতে ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা।
ফটো ক্যাপশন: কলারোয়ায় সর্বস্তরের জনতার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।



মন্তব্য চালু নেই