কলারোয়ায় ডা: হ্যানিম্যানের জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপিত

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের জনক ডা: স্যামুয়েল হ্যানিম্যানের ২৬২ তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কেক কেটে ডা: হ্যানিম্যানের জন্মদিন উদযাপন করা হয।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্বাগত বক্তব্য দেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট প্রফেসর আবু নসর, ইক্বরা চাইল্ড’র অধ্যক্ষ ইউনুচ আলি, সাবেক ইউপি চেয়ারম্যান ডা: আনিছুর রহমান, কলারোয় প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মুন্না, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার, কলেজ শিক্ষার্থী মন্টু হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারিক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক আশিকুর রহমান।



মন্তব্য চালু নেই