কলারোয়ায় প্রাণি সম্পদ উন্নয়ন উপকরণ বিতরণ করেন

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প’র উপকরণ বিতরণ ও গাভী পালন প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা:এএসএম আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথি এ সময় সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, উপজেলা মৎস্য অফিসার নৃপেন্দ্রনাথ বিশ্বাস, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্নাসহ উপকার ভোগিরা। উল্লেখ, উপজেলার ২২জন উপকারভোগির মধ্যে প্রথম ৮জনকে মোট-২ লাখ ৬৬ হাজার টাকার মালামাল প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই