সাতক্ষীরায় বৈশাখী মেলায় নজর কেড়েছে ‘আমার এমপি ডট কম’

আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে ৩দিন ব্যাপি বৈশাখী মেলা। মেলার প্রথম দিনেই দর্শণার্থীদের নজর কেড়েছে সংসদ সদস্যদের সাথে নাগরিকদের সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট ‘আমার এমপি ডট কম’ স্টলটি।

জনগণ এবং জাতীয় সংসদের সদস্যদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী মাধ্যম হিসেবে কাজ করছে ‘আমার এমপি ডটকম’ নামের একটি ব্যাতিক্রমধর্মী ওয়েবসাইট।

শুক্রবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩দিন ব্যাপি এ বৈশাখী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নানান উৎসব ও আনন্দঘন পরিবেশে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও ঐতিহ্য বহনের পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৫০টি স্টলের মধ্যে দর্শণার্থীদের নজর কেড়েছে আমার এমপি ডট কমের এই স্টলটি। আমার এমপি ডট কম’র স্টলে প্রথম দিনই লক্ষ্য করা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

‘আমার এমপি ডট কম’র স্টল পরিদর্শন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।

সাতক্ষীরা ০২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র এ্যাম্বাসেডর মো. আব্দুর রহমান জানান, আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘আমার এমপি ডট কম’র সকল কার্যক্রম সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরছি। এছাড়াও সাধারণ নাগরিকদের সাথে সংসদ সদস্যদের সেতুবন্ধন স্থাপনের প্রøাটফর্ম ‘আমার এমপি ডট কম’ এর কার্যক্রম সংক্রান্ত লিফলেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সাতক্ষীরা ০২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবির বিগত ৩ বছরের উন্নয়ন কার্যক্রম সংশ্লিষ্ট বই বিতরণ করছি।’

মেলায় আসা সাধারণ নাগরিকদের মধ্যে শহরের মুনজিতপুর গ্রামের মনিরুল ইসলাম, পলাশপোল গ্রামের ইব্রহিম খলিল, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তামান্না জাবরিনসহ অনেকেই জানান, জনগনের সাথে সংসদ সদস্যদের সেতুবন্ধন স্থাপনে এটা একটা ভালো উদ্যোগ। ডিজিটাল বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিতে ‘আমার এমপি ডট কম’ ওয়েবসাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষ খুব সহজে তার নিজ এলাকার এমপি মহোদয়কে এখন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হাতেই কাছে পাচ্ছে।



মন্তব্য চালু নেই