তালায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

এসকে রায়হান, তালা , সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে খরিপ-১/২০১৭-২০১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৮১০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বুধবার (৫ এপ্রিল) সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সোহবানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি’র সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সামছুল আলম।



মন্তব্য চালু নেই