কলারোয়া সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে। তবে উদ্ধারের কোনো ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি বিওপি সূত্র সাংবাদিকদের জানায়, কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা রোববার রাতে সীমান্তবর্তী বাগাডাঙ্গা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, জিন্স প্যান্ট, শিশু পোশাক ও চাপাতা উদ্ধার করে। এগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। একই রাতে হিজলদি বিওপি’র সদস্যরা সীমান্তবর্তী হিজলদি শিশুতলা নামক স্থান থেকে ১ হাজার বোতল ফেনসিডিল ও মাদরা বিওপি’র সদস্যরা সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে ২৭০ কেজি ভারতীয় গরুর মাংস উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল ও মাংসের আনুমানিক মূল্য ৫ লাখ ৮ হাজার টাকা। সব মিলিয়ে ৩ বিওপি’র উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রীর আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১২ লাখ ৯৩ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৮, বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহম্মেদ বকশী সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে এ সকল ভারতীয় পণ্য উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই