সর্বস্তরের মানুষের মিলন মেলার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের বর্ষবরণ

মোঃ বদরুজ্জামান, বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন। “এসো হে বৈশাখ, এসো এসো।” দশ দিগন্তে আলোর ফোয়ারা ছড়িয়ে এ যেন নতুন সূর্য উঠল আলোকবার্তা নিয়ে। পুরনো বছরের গ্লানি আর জরাজীর্ণতা মুছে দিয়ে বাংলা ১৪২১ কে বিদায় করে জানিয়ে ১৪২২ নতুন বর্ষবরণের আনন্দে মেতে ওঠে বাঙালী জাতি। “অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের বর্ণিল আয়োজনে পালিত হল বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ। বাঙালীর প্রাণের প্রধানতম উৎসব ১লা বৈশাখে সাতক্ষীরা প্রেসক্লাব পরিণত হয় মিলন মেলায়। নববর্ষ আমাদের ইতিহাস ঐতিহ্য স্বকীয়তা অস্তিত্বের শিকড়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুদ্ধ সুন্দর এ প্রার্থনার মধ্য দিয়ে পুরনো দিনের শোক, তাপ, বেদনা, অপ্রাপ্তি, আক্ষেপ ভূলে অপার সম্ভাবনার বার্তা নিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাতে সাতক্ষীরা প্রেসক্লাবে এসেছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, জজ কোর্টের বিজ্ঞ পি পি এড. ওসমান গনি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম বাবলা, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (মশু), সদর কমান্ডার হাসানুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, ভোমরা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শহর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, জেলা তরুণ লীগের সভাপতি মীর আশরাফ আলী বাবু, সাধাঃ সম্পাদক তৌহিদ হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী সুজন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী শওকত হোসেন ময়না, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক জি এম ওমর ফারুক, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের শহর প্রতিনিধি মাহফুজুল ইসলাম আক্কাজ, সাংবাদিক শহিদুল ইসলাম, এম শাহ্ আলম, বোরহান উদ্দিন বুলু, আব্দুল্লাহ আল মামুন, এম বেলাল হোসাইন ও সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মোঃ আবু হানিফ বাপ্পি। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে পরিবেশন করা হয় বাঙালীর চিরায়ত ইলিশ পান্তা সহ বাঙালীয়ানা খাবার। বাংলা নববর্ষ আমাদের জাতি সত্তার অন্যতম অহংকার। আমরা বাঙালী জাতি এই অহংকার আবহামান কাল ধরেই ধর্ম-বর্ণ নৃগোষ্ঠী ভেদে লালন করে আসছি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে। প্রেসক্লাবের বর্ষ বরণ অনুষ্ঠানে বৈশাখের মনোমুগ্ধকর গান পরিবেশ করেন শিক্ষক জাকির হোসেনে নেতৃত্বে শিল্পায়ন সঙ্গীত একাডেমীর শিল্পীরা।



মন্তব্য চালু নেই