কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে শিক্ষা সহায়তা প্রদান

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দূর্নীতি মুক্ত সংগঠন ও নির দলীয় সংগঠন-গরীব আসহায় মানুষের সেবা করায় আমাদের লক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে গরীব অসহায় মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। সংস্থার সভাপতি তরুণ সমাজকর্মী মালয়েশিয়া প্রবাসী অভি’র অর্থায়নে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডা.আমানুল্লাহ আমান। কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক তাইমুর আরেফিন তন্ময়ের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র মুন্না, ইমরান, আল ইমরান, প্রান্ত, বেনজির, জাহিদ হাসান রানা, শেখ আমানুল্লাহ, শেখ ইমরান, আবু তুহিন, সুজন হোসেন প্রমুখ। উল্লেখ্য, প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে এ বছর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভায় মালয়েশিয়া প্রবাসী আফজাল ফোয়াদ অভি বলেন, এই কমিটি গঠন হয়েছে শুধৃু মাত্র গরীব অসহায় মানুষের সেবা করার জন্য। এটি সম্পূর্ণ নির দলীয় সংগঠন, দরিদ্র মুক্ত করতেই এই কমিটি কাজ করে যাবে। অসহায় মানুষের পাশে থাকবেই। এই উপজেলা কমিটির প্রধান সহ-সভাপতি শাহ হাবিব মাহমুদ হাবিব বলেন, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ আছে থাকবে। গরীব অসহায় মানুষের সেবা করবে। এটাই আমাদের প্রত্যাশা।



মন্তব্য চালু নেই