কোটালীপাড়ায় হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম, তিনজনের ডিলারশিপ বাতিল

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিনজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিলাল হোসেন এ তিনটি ডিলারশিপ বাতিল করার আদেশদেন। বাতিলকৃত ডিলাররা হলেন-পিঞ্জুরী ইউনিয়নে মোঃ কামরুল ইসলাম, কুশলা ইউনিয়নে আল মামুন ও রাধাগঞ্জ ইউনিয়নে ইজাবুল মোল্যা। প্রথম দু’জনের বিরুদ্ধে ওজনে কম দেয়া ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এবং শেষের জন নিজেই ডিলারশিপ বাতিল করেছেন যে কোন সময় তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে এ আশঙ্কায়। উপজেলা নির্বাহী অফিসার জিলাল বলেন, সুনিদৃষ্ট অভিযোগের ভিক্তিতে ও একজনের আবেদনের পরি-প্রেক্ষিতে মোট তিন জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।



মন্তব্য চালু নেই