কাসেমের ফাঁসি কার্যকরঃ ছাত্রলীগের আনন্দ মিছিল!
জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ যুদ্ধাপরাধী জামায়াতের নির্বাহী সম্পাদক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
(০৪ সেপ্টেম্বর) রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ক্যাম্পাস চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মন্নু, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন প্রমুখ।
মন্তব্য চালু নেই